স্টাফ রিপোর্টার: বাংলাদেশে সদ্য সংগঠিত ছাত্র জনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে ও যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ ১২ আগস্ট রাজশাহী মহানগর বিএনপি’র ১৫ নং ওয়ার্ড ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজশাহী সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সোবহান লিটন সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এবং যারা আহত হয়ে হাসপাতলে চিকিৎসা নিচ্ছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করা। এ সময় ছাত্র ছাত্রীদের মাঝে খাবার বিতরণ করা হয়।