পদোন্নতিসহ বিভিন্ন দাবীতে রাজশাহী বেতারের মানববন্ধন

গণমাধ্যম রাজশাহী

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের দীর্ঘদিনের পদোন্নতির অবসান ও সংশ্লিষ্ট ইস্যুতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

সোমবার (১৯ আগষ্ট) সকাল ১০টায় বাংলাদেশ বেতার রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ বেতারের বৈষম্য বিরোর্ধী সমন্বয়ক কমিটি।

মানববন্বনের শুরুতেই ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গনঅভ্যুল্থানে সকল শহীদ এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এতে বেতারের বৈষম্য বিরোধী বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয়।

দাবি গুলোর মধ্যে বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের দীর্ঘদিনের পদোন্নতি অবসান। ব্যাচভিত্তিক পদোন্নতিসহ উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি প্রদান, তথ্য ক্যাডার একীভূতকরণসহ বেতারের নিজস্ব মহাপরিচালক পদায়নসহ আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনের বিভিন্ন দাবিসমূহ তুলে ধরা হয়।

অন্যদিকে কর্মচারীদের নিয়োগবিধি অনুযায়ী ব্লক পোষ্টসহ অন্যান্য পদে যথাসময়ে পদোন্নতি প্রদানের দাবি করা হয়। অন্য অনেক ক্যাডারের ৩৭ তম ব্যাচের প্রবেশপদ থেকে পদোন্নতি হলে ও বেতারের এখনো ২৮ তম ব্যাচের সকলের পদোন্নতি হয়নি। মানববন্ধনের মাধ্যমে বেতারের কর্মকতা-কর্মচারীদের সকল বঞ্চনার অবসানে উপর্যুক্ত দাবিসমূহ বাস্তবায়সের প্রয়োজনী ব্যবস্হা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক উপ-পরিচালক মো:মনিরুল হাসান, সচিব মো:সিরাজুল ইসলাম, সহকারি বেতার প্রকৌশলী :মো সামি হাসান। এসময় বাংলাদেশ বেতার রাজশাজীর সকল স্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *