মো: ইউনুছ আলী, সিরাজগঞ্জ: বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিদের পদত্যাগের ধারাবাহিকতায় এবার পদত্যাগ করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ আজম । ২২ আগস্ট দুপুরে রাষ্ট্রপতি বরাবর ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
গত কয়েকদিন ধরে সাধারণ শিক্ষার্থীরা তার পদত্যাগের জন্য মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন সেই কর্মসূচির একপর্যায়ে শিক্ষার্থীরা অমরন অনশনে গেলে উপাচার্য প্রফেসর ড. মো: শাহ আজম পদত্যাগ করতে বাধ্য হয়।
ক্ষমতার অপব্যবহার সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে পদত্যাগকারী এ উপাচার্যের বিরুদ্ধে।