ফরিদপুরে ছাত্রলীগের দু’পক্ষের ব্যাপক সংঘর্ষ, এলাকা থমথমে

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শনিবার দুপুরে ফরিদপুরের সদরপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা বলছেন, ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর সমর্থক ও স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর সমর্থকরা আলাদা আলাদা মিছিল বের করে।

মিছিলটি সদরপুর স্টেডিয়ামের সামনে মুখোমুখি হলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে ও সদরপুর স্টেডিয়ামে মুজিব বর্ষ-২০২০ প্রীতি ফুটবল ম্যাচের মঞ্চ ভাঙচুর করে। এতে পুলিশসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করেছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সূত্র: বাংলাদেশ জার্নাল।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *