নৌবাহিনীর প্রথম প্রধান ক্যাপ্টেন নুরুল হক আর নেই

জাতীয়

স্বদেশবাণী ডেস্ক: বাংলাদেশ নৌবাহিনীর প্রথম প্রধান ক্যাপ্টেন (অব.) নুরুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মঙ্গলবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্র যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে।

উইকিপিডিয়া থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ক্যাপ্টেন (অব.) নুরুল হক বাংলাদেশ নৌবাহিনীর প্রথম অস্থায়ী প্রধান ছিলেন। ১৯৬৯ সালে পাকিস্তান নৌবাহিনীর কমোডোর পদে থেকে অবসর গ্রহণ করেন।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নবনির্বাচিত নৌবাহিনীকে নেতৃত্ব দেন। দেশ স্বাধীনের পর ৭ এপ্রিল ১৯৭২ সাল থেকে ৬ নভেম্বর ১৯৭৩ সাল পর্যন্ত নৌবাহিনীর প্রধান ছিলেন। তিনি বাংলাদেশের সাবেক নৌমন্ত্রী ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *