স্টাফ রিপোর্টার: অল্প মূল্যে দেশব্যাপী টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডেও কার্ডধারী জনসাধারণের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। আর এটি সুষ্ঠ ও সুশৃংখল ভাবে কার্যক্রম পরিচালনার জন্য নিজে তদারকি করছেন অত্র ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সোবহান লিটন। আজ তিনি বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন এবং শৃঙ্খলা ফেরাতে তিনি কাজ করছেন।
সকালে গিয়ে দেখা গেছে অত্র ওয়ার্ডের দুইটি পয়েন্টে দুইটি ডিলার এ পণ্য বিক্রির কার্যক্রম পরিচালনা করছেন। একটি সপুরাই ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়ে এবং অপরটি দড়িখড়বনা মোড়ের শাখা অফিসে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।