ঢাবির এমএড (সান্ধ্য) কোর্সে ভর্তির সময়সীমা বৃদ্ধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)-এ ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এক বছর/দু’বছর মেয়াদী এমএড (সান্ধ্য) কোর্সে ভর্তির সময়সীমা ৩১ অক্টাবর ২০১৮ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার (০২অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএড (সম্মান) বা ডিপ-ইন-এড বা ডিপিএড বা সমতুল্য ডিগ্রিপ্রাপ্ত অথবা ২০১৮ সালে উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারীগণ অথবা মাস্টার ডিগ্রি অথবা যে কোনো বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি প্রাপ্তগণ ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

ভর্তির নির্ধারিত ভর্তি ফি বিকাশের মাধ্যমে ০১৮৪১০১৩০১৩ নম্বরে জমা দিতে হবে। ভর্তি ফরম ও ভর্তি সংক্রান্ত নিয়মাবলী http://smartadmission.info/emed-ier-duওয়েবসাইটে পাওয়া যাবে।

ভর্তি বিজ্ঞপ্তির পূর্ণবিবরণ ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়বসাইট www.du.ac.bd -তে পাওয়া যাব। ভর্তি পরীক্ষা আগামী ৯ নভেম্বর ২০১৮ শুক্রবার সকাল ১০টায় ইনস্টিটিউট ভবনে অনুষ্ঠিত হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *