বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি বিতরণ

শিক্ষা
নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে ২০১৯-২০ অর্থ বছরের বিশেষ এলাকার জন্য উন্নায়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুুুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে । উপজেলা পরিষদ মিলানায়তনে শিক্ষা উপবৃত্তি বিতরণ করা হয়।
সোমবার (০১ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী ও বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন।
জাতীয় আদিবাসী পরিষদ বড়াইগ্রাম উপজেলা শাখার সভাপতি যাদু কুমার।
উপজেলা অফিস সূত্রে জানা যায়, মাধ্যমিক পর্যায়ে ২শ জনকে ৬শত, উচ্চমাধ্যমিক পর্যায়ে ৮০ জনকে ১ হাজার, স্নাতক পর্যায়ে ৩০ জ কে ১হাজার ছয় শত, স্নাতকত্তর পর্যায়ে ১৭ জনকে ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়। এছারাও প্রাথমিকের ৫০ জনের মাঝে শিক্ষা উপকরণ এবং আগামী বুধবার ৩০ জন শিক্ষার্থীর মাঝে সাইকেল উপকরণ বিতরণ করা হবে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *