অক্সফোর্ড ডিকশনারিতে স্থান পেল বাংলা শব্দ ‘আচ্ছা’

শিক্ষা

স্বদেশ বাণী ডেস্ক : বিশ্বখ্যাত অক্সফোর্ড অভিধানে যুক্ত করা হয়েছে বাংলা শব্দ ‘আচ্ছা’। অভিধানটির দশম সংস্করণে দেশি বা ভারতীয় ইংরেজি শব্দ হিসেবে স্থান পেয়েছে ৩৮৪টি শব্দ। এই শব্দগুলোর একটিই হচ্ছে ‘আচ্ছা’।

অক্সফোর্ড আ্যডভান্সড লারনার্স ডিকশনারির ওয়েবসাইটে ‘আচ্ছা’ শব্দটির দুটি অর্থ দেওয়া হয়েছে। প্রথমটাতে বলা হয়েছে সম্মতি, গ্রহণ কিংবা বুঝতে পারা অর্থে এটি ব্যবহার হয়। ইংরেজি ‘ওকে’ এবং ‘অলরাইটের’ সমার্থক হিসেবেও বলা হয়েছে।

আর দ্বিতীয় সংজ্ঞা অনুসারে এটি বিস্ময়, আনন্দ বোঝাতে ব্যবহারের কথা বলা হয়েছে।

‘আচ্ছা’ ছাড়াও, অক্সফোর্ড ডিকশনারিতে দেশি শব্দ হিসেবে স্থান পেয়েছে আব্বা, চাচা, নাটক, চামচা, চুপ এবং কিমার মতো বহুল ব্যবহৃত বেশকিছু শব্দ।

উল্লেখ্য, ১৯৪৮ সালে প্রথম প্রকাশিত হয় অক্সফোর্ড আ্যডভানন্সড লারনার্স ডিকশনারি। এটি প্রকাশ করে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *