ঋণ পরিশোধ না করলে ইস্যু করা হবেনা শিক্ষার্থীদের মূল সনদ!

শিক্ষা

স্বদেশবাণী ডেস্ক: করোনাকালীন অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন কিনতে সুদ বিহীন ‘সফট লোন’ দিচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। তারই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার ৮০০ শিক্ষার্থীরা এ লোন পাবেন বলে জানা গেছে।

সুদ বিহীন এই লোনের অর্থ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় খোলার পর চারটি সমান কিস্তিতে বা এককালীন পরিশোধ করতে হবে। লোনের অর্থ পরিশোধ না করলে শিক্ষার্থীদের কোন ট্রান্সক্রিপ্ট বা মুল সনদ ইস্যু করা হবে না। রোববার (২০ ডিসেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হিসাব বিভাগ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যেসব শিক্ষার্থী সফট লোন নিতে আগ্রহী তাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট (www.ru.ac.bd) থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন পত্র জমা দিতে বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর মঞ্জুরী কমিশনের ফাইন্যান্স কমিটির ৫৪৪তম সভার সুপারিশে ৫০৩ তম সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের সফট লোন দেয়ার বিষয়ে অনুমোদন দেয়া হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *