রাবি বন্ধুসভার নেতৃত্বে মেহেদী- নিলয়

লীড শিক্ষা

স্বদেশবাণী ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রথমআলো বন্ধুসভার কার্যকরী কমিটি-২১ ঘোষণা করা হয়েছে। শনিবার (২ জানুয়ারি) প্রথমআলো বন্ধুসভার কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মুমিত আল রশিদ ও সাধারণ সম্পাদক মৌসুমী মৌ ২৫ সদস্য বিশিষ্ট নতুন এ কার্যকরী কমিটির অনুমোদন দেন।

কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গ্রাফিক ডিজাইন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান  ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী শাদমান সাকিব নিলয়। তারা আগামী এক বছর দায়িত্ব পালন করবেন। কমিটিতে সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন তৌফিক হাসান এলাহী ও মিথিলা বিনতে মাতিন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন সুরুজ সরদার ও ফাহমিদা আফরোজ মিম।

এছাড়াও, কমিটিতে অন্যান্যরা হলেন সাংগঠনিক সম্পাদক সিফাত হাসান , উপ-সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম , নারী বিষয়ক সম্পাদক  রাইসা রাখসান্দা, পাঠচক্র বিষয়ক সম্পাদক সূচি, অর্থ সম্পাদক কেএইচকে হৃদয়, ক্রীড়া সম্পাদক সাম্য, প্রচার সম্পাদক -নয়ন চন্দ্র দাস,দপ্তর সম্পাদক  মাহামুদুল হাসান শাওন, প্রশিক্ষক বিষয়ক সম্পাদক সানজিন আহসান,বিজ্ঞান বিষয়ক সম্পাদক জাহিদ হাসান তারেক,সমাজ কল্যাণ সম্পাদক আবু শাহাদত, তথ্যপ্রযুক্তি সম্পাদক মেহেদী হাসান জিহাদ, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক আঁখি,সাহিত্য সম্পাদক-মুমতা হেনা মীম,পরিবেশ বিষয়ক সম্পাদক  মাহাদী হাসান মাহিন,মানবসম্পদ বিষয়ক সম্পাদক তামান্না মল্লিক,পাঠাগার বিষয়ক সম্পাদক সুদ্বীপ বিশ্বাস,যোগাযোগ বিষয়ক সম্পাদক বিনীতা বিশ্বাস, দুর্যোগ বিষয়ক সম্পাদক তানভীর ইমাম। এছাড়াও ১৬ জন উদীয়মান বন্ধুকে কার্যকরী সদস্য হিসেবে নির্বচন করা হয়।

উক্ত কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদেকুন আরেফিন মাতিন, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রাশেদ আল মাহফুজ, আইইআর বিভাগের৷ অধ্যাপক আক্তার বানু আলপনা,রসায়ন বিভাগের অধ্যাপক লায়লা আরজুমান বানু,গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মামুন আব্দুল কাইয়ুম,প্রথমআলো রাজশাহী ব্যুরো আবুল কালাম আজাদ,এছাড়াও বিভিন্ন সময়ের সভাপতি ও সা:সম্পাদকদের উপদেষ্টা করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *