ঢাবির সাজিয়া মেহনাজের আন্তর্জাতিক পুরস্কার লাভ

শিক্ষা

স্বদেশবাণী ডেস্ক: দক্ষিণ কোরিয়ার ইনচিওন ন্যাশনাল ইউনিভার্সিটির ‘আউটস্ট্যান্ডিং করপাস থিসিস অ্যাওয়ার্ড’ লাভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সাজিয়া মেহনাজ। ২০২০ সালে তার মাস্টার্স পর্যায়ে ‘কগনিটিভ চ্যালেঞ্জ অব অ্যনাফোরা: অ্য স্টাডি অন বাংলা প্রনোমিনাল এক্সপ্রেশন’ শীর্ষক থিসিসের জন্য তিনি এই অ্যাওয়ার্ডের আন্তর্জাতিক ক্যাটাগরিতে মনোনীত হন।

ঢাবির ভাষাবিজ্ঞান বিভাগ থেকে করপাস নিয়ে এ-যাবৎ কোনো থিসিসের এই প্রথম কোনো আন্তর্জাতিক স্বীকৃতি লাভ বলে জানা গেছে।

ইনচিওন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব করপাস রিসার্চ ২০২০ সালে মাস্টার্স পর্যায়ে সাজিয়া মেহনাজের সঙ্গে যুক্তরাষ্ট্র ও জার্মানির দুজনকে এ অ্যাওয়ার্ড দেয়। তারা হলেন যুক্তরাষ্ট্রের ব্রান্ডিজ ইউনিভার্সিটের ইলিনা এলভারেজ-মেলাডো এবং জার্মানির ইউনিভার্সিটি অব ফ্রেইবোর্গ’র মিরিয়াম নিউহাউসেন।

সাজিয়া মেহনাজের মাস্টার্স থিসিসের সুপারভাইজার ছিলেন ঢাবির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান। ২০২০ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষায় প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জনকারী সাজিয়া এখন সফটওয়্যার কোম্পানি রিভ সিস্টেমসে অ্যাসোসিয়েট লিঙ্গুয়িস্ট হিসেবে কর্মরত।

অ্যাওয়ার্ড লিঙ্ক http://icr.or.kr/awards/ অথবা http://icr.or.kr/outstanding-thesis/?ckattempt=2 ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *