সাংবাদিক ও মিডিয়া কর্মীদের জন্য উচ্চশিক্ষা: রাজশাহীতে প্রথম মিডিয়া স্টাডিজ অ্যান্ড প্রোডাকশন কোর্স চালু

গণমাধ্যম রাজশাহী শিক্ষা

স্টাফ রিপোর্টার: নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ), রাজশাহী যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগে ‘এমএসএস ইন মিডিয়া স্টাডিজ এন্ড প্রোডাকশন’ প্রোগ্রাম চালু হয়েছে। এই প্রোগ্রামে বছরে দু’বার শিক্ষার্থী ভর্তি হতে পারবে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে এই প্রোগ্রাম চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে।

এমএসএস ইন মিডিয়া স্টাডিজ এন্ড প্রোডাকশন প্রোগ্রামে রেডিও, টেলিভিশনের সংবাদ ও অনুষ্ঠান নির্মাণ, বিজ্ঞাপন ও চলচ্চিত্র অধ্যয়ন ও নির্মাণ বিষয়ে জোর দেওয়া হয়েছে। এই বিভাগের অধীনে ইতিমধ্যেই ভিডিও ক্যামেরা, এডিটিং প্যানেলসহ মাল্টিমিডিয়া ল্যাব প্রতিষ্ঠিত হয়েছে। এখানে শিক্ষার্থীরা হাতে-কলমে এসব বিষয়ে শিক্ষালাভের সুযোগ পাবেন।

এই প্রোগ্রামে চলতি স্প্রিং-২০২১ সেশনে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগ ও সাংবাদিকতা অথবা এই সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে চার বছরের স্নাতক/অনার্স ডিগ্রিধারী শিক্ষার্থীরা এই প্রোগ্রামে ভর্তির জন্য বিবেচিত হবেন।

আলুপট্টিস্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন থেকে ভর্তি ফরম সংগ্রহ এবং ভর্তি হওয়া যাবে। এক বছর মেয়াদী এই প্রোগ্রামের মোট ফি নির্ধারিত হয়েছে ৫০ হাজার টাকা। বিভাগের অভ্যন্তরীণ শিক্ষার্থী এবং অন্যান্য বিভাগ বা বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের জন্য চলতি সেশনে শিক্ষার্থী ফি-তে বিশেষ ছাড় দেয়া হবে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *