সশরীরেই রাবির পরীক্ষা ২০ জুনের পর

লীড শিক্ষা

স্বদেশবাণী ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্থগিত হওয়া পরীক্ষাসমূহ সশরীরেই আগামী ২০ জুনের পর থেকে শুরু হবে। বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় জনসংযোগ প্রশাসক প্রফেসর ড. আজিজুর রহমান।

তিনি জানান, ২০১৯ সালের স্থগিত পরীক্ষাসমূহ ২০ জুনের পর, ২০২০ সালের স্থগিত পরীক্ষাসমূহ ৪ জুলাইয়ের পর অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় রুটিন দায়িত্বে থাকা ভিসি প্রফেসর ড. আনন্দ কুমার সাহার সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য, ডিন, বিভাগ সভাপতিরা।

প্রশাসক আরও জানান, স্থগিত পরীক্ষাসমূহের রুটিন স্ব স্ব বিভাগ তাদের একাডেমিক মিটিংয়ে সিদ্ধান্ত নেবে। পরীক্ষা চলাকালীন আবাসিক হলসমূহ বন্ধ থাকবে।

এদিকে বৃহস্পতিবার বেলা ১১টায় ক্যাম্পাস ও আবাসিক হল খোলার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ সময় তারা স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে বিশ্ববিদ্যালয় খোলার দাবি জানান।

এ সময় রাবি শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহাববত হোসেন মিলন বলেন, করোনার অজুহাত দিয়ে দেশে সবকিছু স্বাভাবিক চললেও শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। অথচ স্বাস্থ্যবিধি সচেতন শিক্ষার্থীরাই বেশি। ক্যাম্পাস খুলে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস-পরীক্ষা ও আবাসিক হল চালু করার জোর দাবি জানান।

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে ভিসি প্রফেসর ড. আনন্দ কুমার সাহা (রুটিন দায়িত্বে) যুগান্তরকে বলেন, বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বিবেচনায় স্থগিত পরীক্ষাগুলো শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *