বাউয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

লীড শিক্ষা

প্রেস বিজ্ঞপ্তি: গত ৩ জুলাই ২০১৯ তারিখে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর সিই, সিএসই এবং ইইই বিভাগের ২য় ব্যাচের (ফল ২০১৫) শিক্ষার্থীদের চার বছরের কোর্স সমাপনী অনুষ্ঠান উদ্যাপন উপলক্ষে ক্যাম্পাসে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সকালে বিশ^বিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল শিক্ষা সমাপনী র‌্যালীর উদ্বোধন করেন। বিশ^বিদ্যালয়ের ট্রেজারার, ডিনগণ, প্রক্টর, বিভিন্ন বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-কর্মকর্তা, বিদায়ী ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালী বাউয়েট ক্যাম্পাস থেকে শুরু করে দয়ারামপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে ফিরে আসে।বিদায়ী শিক্ষার্থীদের জন্য বাউয়েটের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দ্বিতীয় পর্বে সন্ধ্যায় বাউয়েট এর ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা, ক্রেস্ট প্রদান এবং বাউয়েট শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের সদস্য কাদিরাবাদ সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আশরাফুল ইসলাম, পিএসসি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অনুষ্ঠানটি উপভোগ করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *