বাঘায় গত তিনদিনে টিকা পেল ২৮ শিক্ষা প্রতিষ্টানের সাত হাজার ২২৬ শিক্ষার্থী

রাজশাহী শিক্ষা

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় গত তিন দিনে টিকা দেওয়া হয়েছে উপজেলার ২৮টি শিক্ষা সাত হাজার ২২৬ শিক্ষার্থীকে । ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের কভিডের এই টিকা প্রদান করা হয়। গত রোববার (৯ জানুয়ারি) থেকে উপজেলা সদরে বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ে এই টিকা দেওয়া কার্যক্রম শুরু করা হয়েছে। এরমধ্যে প্রথমদিন রোববার সাত শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজার ২৭০ জন, দ্বিতীয় দিন সোমবার ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজার ৬২১ জন ও তৃতীয় দিন মঙ্গলবার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজার ৩৩৫ জনকে দিকা প্রদান করা হয়।

শিক্ষার্থীর পাশাপাশি সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকসহ যাদের দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার ৬ মাস অতিবাহিত হয়েছে তাদেরকে বুষ্টার ডোজ টিকা দেওয়া হচ্ছে। একই সাথে ৬০ বছরের উর্দ্ধে ও শিক্ষক, পুলিশ, সংবাদিকদের এই টিকা প্রদান করা হচ্ছে।

মঙ্গলবার যুগান্তর ও স্থানীয় দৈনিক সোনার দেশ এর বাঘা উপজেলা প্রতিনিধি আমানুল হক আমান জানান,বুষ্টার ডোজ টিকা গ্রহণ করেছেন। তবে টিকা নেওয়ার পওে হালকা ব্যথা অনুভব করছি।

টিকা কেন্দ্রে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আহম্মেদ, কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, প্রাণী সম্পদ অফিসার ডা. আমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাশেম ওবায়েদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপার ভাইজার মাহমুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান প্রমুখ।

 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আহম্মেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের মানুষ পৃথিবীর বহু উন্নত দেশেরও আগে কভিডের টিকা পেয়েছে। এখন দেশের শিক্ষার্থীরাও টিকা পাচ্ছে। উপজেলার ৭৪টি শিক্ষা প্রতিষ্টানের সকাল শিক্ষার্থীরা পর্যায়ক্রমে এই টিকা প্রদান করা হবে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *