ধর্মের নামে মানুষকে পিশাচ বানিয়ে লাঠি ঘোরাতে দেব না : স্বস্তিকা

বিনোদন লীড

বিনোদন ডেস্ক: কলকাতার বিখ্যাত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। অভিনয় আর ব্যক্তিজীবন নিয়ে বিভিন্ন সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি টলিউডের এই অভিনেত্রী তার ঠোঁটকাটা স্বভাবের জন্যও বিখ্যাত।

এবার তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব বিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কড়া প্রতিবাদমূলক পোস্ট দিয়েছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ফেসবুকে স্বস্তিকা বলেন, “আদাব/নমস্কার। আমার নাম স্বস্তিকা মুখার্জি। তা না হয়ে রাজিয়া খাতুন বা শবনম খান হলেও অসুবিধা হত না। আমি এই দেশের নাগরিক, এ দেশ আমার এটাই শেষ কথা।

আমি খেটে খাওয়া মানুষ, আরো সহস্র কোটি মানুষের মতই মুখে রক্ত তুলে খেটে খাই। গদিতে বসে ধর্মের নামে মানুষকে পিশাচ বানিয়ে লাঠি ঘোরাতে দেব না।”

বিজেপি সরকারের নাগরিকত্ব বিলের প্রতিবাদে রাস্তায় নামা মানুষের প্রতি সমর্থন ব্যক্ত করে তিনি আরও লিখেছেন, “আমি আশা করি মানুষ দেখুক এবং প্রতিবাদ করুক। প্রতিবাদই একমাত্র পথ।”

ইতোমধ্যে স্বস্তিকার ফেসবুক পোস্টটিতে প্রতিক্রিয়া (রিঅ্যাকশন) জানিয়েছেন কয়েক হাজার মানুষ। ঘণ্টাখানেকের মধ্যেই শেয়ার হয়েছে শতাধিক। সূত্র: ঢাকা ট্রিবিউন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *