ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের আয়োজন

বিনোদন

স্বদেশবাণী ডেস্ক:  ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ চতুর্থ দিন। আজ আয়োজনে থাকছে বিভিন্ন দেশের ৩৭টি চলচ্চিত্র। এগুলোর মধ্যে জাদুঘরের মূল মিলনায়তনে দুপুর ১টায় ইরানের ‘সরিয়াল ড্রিমস’, বিকেল ৩টায় কাজাখস্তানের ‘মারিয়াম’, বিকেল ৫টায় ভারতের ‘নাসির’, সন্ধ্যা ৭টায় ইরানের ‘জানায়াত-ই-দ্বি দেঘাট’।

পাশাপাশি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দুপুর ১টায় স্লোভেনিয়ার ‘টু সি এল আইয়ন’, ব্রাজিলের ‘রেসপেনডর’, বিকেল ৫টায় ফিলিপাইনের ‘ইন দ্য নেইম অব দ্যা মাদার’ এবং সন্ধ্যা ৭টায় বাংলাদেশের ‘জোয়ার’।

জাতীয় জাদুঘরে সুফিয়া কামাল মিলনায়তনে দুপুর ১টায় থাকছে সাইপ্রাসের ‘সিনিয়র সিটিজেন’, বিকেল ৩টায় জাপানের ‘কামিং ব্যাক সানি’, ইরানের ‘সিকিং লস্ট’, কাজাখস্তানের ‘দ্য লিটল প্রিন্স’, ইতালির ‘দ্য ওয়েডিং কেক’, ভারত ও যুক্তরাষ্ট্রের ‘দ্য ওমেন আন্ডার দ্য ট্রি’, রাশিয়ার ‘ডেট’, ৫টায় তুরস্কের ‘টোপরাক’, সন্ধ্যা ৭টায় বাংলাদেশের ‘নিরুদ্দেশ যাত্রা’ ও ‘কাসিদা’, আর্জেন্টিনার ‘টিনা’ ও ইউক্রেনের ‘ইন্টারভিউ’।

শিল্পকলা একাডেমিতে বিকেল ৩টায় রয়েছে ইরানের ‘সাডেরলি’সহ আরও বেশ কিছু চলচ্চিত্র। এ ছাড়াও স্টার সিনেপ্লেক্স এবং সীমান্ত স্কয়ার সিনেপ্লেক্সে উৎসবের চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবে মিলনায়তনের পাশাপাশি অনলাইনেও চলচ্চিত্র দেখার সুযোগ রয়েছে। লাকভেলকি অনলাইন প্ল্যাটফর্মে উৎসব চলাকালে নির্বাচিত চলচ্চিত্রগুলো দেখা যাবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *