মা দিবসে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাতৃত্ব ও মা দিবস’

বিনোদন

স্বদেশবাণী ডেস্ক: করোনাকালে এক বৃদ্ধা মায়ের সন্তানকে কাছে পাওয়ার আকুতি নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাতৃত্ব ও মা দিবস’। মা দিবসকে কেন্দ্র করে খালিদা তালুকদারের গল্পে এটি পরিচালনা করেছেন হাসিব রহমান।

রোববার (৯ মে) অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। 

করোনার এই ভয়াবহ সময়ে পুরো পৃথিবী বন্দি হয়ে আছে এক অদৃশ্য অণুজীবের কাছে। ঘড়ির কাঁটা ছুটে চললেও যেন থমকে আছে সময়। শূন্য রাজপথ, ভীতসন্ত্রস্ত মন, গৃহবন্দি জীবন! এমনি এক দুর্যোগপূর্ণ সময়ে উপস্থিত প্রথাগত মা দিবসের প্রেক্ষাপটে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাতৃত্ব ও মা দিবস’।

স্বল্পদৈর্ঘ্যটিতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শিল্পী সরকার অপু। এই মহামারিতে বৃদ্ধাশ্রমে এক বৃদ্ধ মায়ের তার সন্তানকে দেখতে চাওয়ার করুণ আকুতি ফুটে উঠেছে চলচ্চিত্রটিতে। সন্তানের বেদনায় নীল মায়ের বুক। বৃদ্ধাশ্রমের একাকী জীবনে দূরে থাকা সন্তানের দেখা কবে পাবেন জানেন না মা। এমনই গল্পে ধরা দিয়েছেন অপু।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *