‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পাবে ২০ জানুয়ারি

বিনোদন

স্বদেশ বাণী ডেস্ক: দীর্ঘদিন পর নির্মিত হয়েছে শিশুতোষ চলচ্চিত্র। এটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। নাম ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। সম্প্রতি ছবিটি সেন্সরে ছাড়পত্র পেয়েছে। এতে জুটি হয়ে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পরীমনি।

কথা ছিল চলতি বছরই সিনেমাটি মুক্তি পাবে। কিন্তু পরিচালক জানান, আগামী বছরের ২০ জানুয়ারি মুক্তি পাবে অ্যাডভেঞ্চার অব সুন্দরবন।

তিনি বলেন, সবকিছু রেডি হওয়ার পরও এবছর আমার প্রথম সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ রিলিজ দিতে পারছি না। কারণ বাচ্চাদের এসএসসি ও ফাইনাল পরীক্ষা সামনে। আপনারা জানেন, এই সিনেমাটি শিশুদের জন্য নির্মিত। তারাই যদি সিনেমাটি না দেখার সময় ও সুযোগ পায় তাহলে আমার দুই বছরের পরিশ্রম স্বার্থক হবে না।

আমি ও আমার সহযোগী প্রযোজক বঙ্গ মিলে সিদ্ধান্ত নিয়েছি আগামী বছরের (২০২৩) ২০ জানুয়ারি সিনেমাটি সারাদেশে মুক্তি দেবো৷

প্রখ্যাত লেখক ড. জাফর ইকবালের একই নামের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি। এটি সরকারি অনুদানের একটি সিনেমা৷

স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *