সাদা পাথর পর্যটন কেন্দ্রে ভ্রাম্যমান ডাস্টবিন স্থাপন

চারণ সংবাদ

স্বদেশবাণী ডেস্ক: আজ ৩ জানুয়ারি ২০২১ রোজ রবিবার বিকাল ৩ টায় সিলেট জেলা কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক ভারত বাংলাদেশের সীমান্তবর্তী সাদা পাথর পর্যটন কেন্দ্র এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমান ডাস্টবিন স্থাপন করা হয়।

ভ্রাম্যমান ডাস্টবিন স্থাপন অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগকে আন্তরিক ধন্যবাদ জানান এবং পর্যটন কেন্দ্র এলাকা পরিস্কার পরিচ্ছন্ন থাকলে পর্যটকরা সাদা পাথর এলাকায় ভ্রমন করতে আরো বেশি আকৃষ্ট হবে। কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ’র ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করবে মর্মে আশা প্রকাশ করেন তিনি।

অনলাইনে সংযুক্ত হয়ে সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী সাদা পাথর পর্যটন কেন্দ্র এলাকায় দীর্ঘদিন যাবৎ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ সৃষ্টি হওয়ায় পর্যটকরা সাদা পাথর পর্যটন এলাকা ভ্রমনে নিরুৎসাহিত হয়ে পড়ে। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম দর্শনীয় স্থান সাদা পাথর পর্যটন এলাকায় ভ্রাম্যমান ডাস্টবিন স্থাপন করে পরিস্কার পরিচ্ছন্নতা সৃষ্টিতে অবদান রাখায় কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

এর ফলে পর্যটকরা সাদা পাথর পর্যটন কেন্দ্র ভ্রমনে আরো উৎসাহিত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন তিনি। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ পালনে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী সবসময় মানুষের পাশে আছে এবং থাকবে।

এসময় আরো বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি সুব্রত পুরুকায়স্থ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসার আজিজ সাধারণ সম্পাদক জালাল উদ্দীন ফয়েজ , কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাজিম উদ্দীন। আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা ও কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর বিপুল সংখ্যক নেতাকর্মী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *