রাস্তায় নারীকে ধাক্কা দিয়ে ফেলে দিলো পুলিশ (ভিডিও)

আন্তর্জাতিক

স্বদেশ বাণী ডেস্ক: রাস্তায় এক নারীকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিলেন পুলিশ। সোশ্যাল সিডিয়ায় ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও। মাত্র ৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, ওই নারীর পুরুষ সঙ্গীকে প্রথমে সরিয়ে দেন পুলিশ, এরপরই নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেন তিনি।

ঘটনাটি ঘটেছে ইরানের রাজধানী তেহেরানের শহর-ই-রে নামক এক জায়গায়।

ভিডিওটি ইরানের নারী সাংবাদিক ও সমাজকর্মী মসিহ অ্যালিনেজাদ তার টুইটার হ্যান্ডলে ভিডিওটি প্রকাশ করেছেন।

তিনি দাবি করেছেন, মাথায় হিজাব না থাকায় ওই নারীকে এভাবে রাস্তায় ফেলে দেন পুলিশ।

ভিডিওটি প্রসঙ্গে ডেইলি মেইল অনলাইন জানিয়েছে, মাথা হিজাবে আবৃত না করেই রাস্তায় বেরিয়ে পড়েন এক নারী। তাকে থামতে বলেন এক পুলিশ সদস্য। ইরানের আইনে নারীরা চুল না ঢেকে প্রকাশ্যে আসা নিষিদ্ধ।

তাই হিজাব বিহীন ওই নারীকে ‘আটক’ করার জন্য তিনি নারী পুলিশ সদস্য খুঁজছিলেন। কিন্তু ওই পুলিশের নির্দেশ শুনছিলেন না সেই নারী। অকপটে হেঁটেই চলছিলেন। বারবার তাকে থামার জন্য বলেও কোনো কাজ না হচ্ছিল না তখন উপায় না পেয়ে ওই পুলিশ সদস্যই এগিয়ে যান। এক ঝটকায় ওই নারীতে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন তিনি।

এদিকে এমন ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনার ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন ইরানের নারীবাদী কর্মীরা।

প্রসঙ্গত শরিয়তের আইন কঠোরভাবে মেনে চলার পক্ষে ইরানের নিরাপত্তা কর্মীরা। নারীরা চুল ঢেকে প্রকাশ্যে আসেন কি না তারা সেই বিষয়টি বেশ লক্ষ্য রাখেন তারা।

তবে গত কয়েক বছর ধরে ইরানের কিছু নারীবাদী সংগঠন এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সূত্র: যুগান্তর।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *