নেপালে ভ্রমণে আসা শতাধিক চীনা নাগরিক আটক

আন্তর্জাতিক লীড

আন্তর্জাতিক ডেস্ক: ট্যুরিস্ট ভিসায় ভ্রমণে আসা শতাধিক চীনা নাগরিককে আটক করেছে নেপাল পুলিশ। এটি দেশটিতে চালানো এযাবতকালের সবচেয়ে বড় অভিযান, যাতে আটক হয়েছেন নারীসহ বহু বিদেশি।

তাদেরকে সাইবার অপরাধে জড়িত সন্দেহে আটক করা হয়েছে বলে জানা গেছে।

গত সোমবার (২৩ ডিসেম্বর) চালানো এ অভিযানের বিষয়ে বুধবার (২৫ ডিসেম্বর) মুখ খোলে পুলিশ।

পুলিশ জানায়, রাজধানী কাঠমাণ্ডুর নয়টি বাড়িতে অভিযান চালিয়ে ১২২ চীনা নাগরিককে আটক করা হয়েছে। এর মধ্যে ৮ জন নারী। বাড়িগুলো হোস্টেলের আদলে তৈরি করা। যাতে রয়েছে রান্নাঘর, বিছানা, সারিবদ্ধ চেয়ার ও টেবিল।

নেপালের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর প্রধান নিরাজ বাহাদুর শাহী জানান, আমরা ধারণা করছি তারা সাইবার অপরাধের সঙ্গে যুক্ত থাকতে পারে। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্তে সাপেক্ষে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় ওইসব বাড়ি থেকে অন্তত সাতশ মোবাইল ফোন, তিনশ ৩৩টি ল্যাপটপ ও ডেক্সটপ কম্পিউটার, পেনড্রাইভ ও সিমকার্ড জব্দ করে পুলিশ।

বেইজিং জাতীয় কেন্দ্রীয় ব্যুরোও নেপাল পুলিশের সঙ্গে অভিযানে সহযোগিতা করেছে বলে জানান শাহী।

অনুমোদনবিহীনভাবে গেমিং ব্যবসা পরিচালনার কারণে সম্প্রতি ফিলিপাইনে অভিযান চালিয় ৩৪০ চীনা নাগরিককে আটক করে পুলিশ।

তার আগে গত মাসে একটি অনলাইন বিনিয়োগ কেলেঙ্কারির বিষয়ে তদন্তে নেমে মালয়েশিয়ায় প্রায় ৭০০ চীনা নাগরিককে আটক করে পুলিশ। সূত্র: পূর্বপশ্চিমবিডি।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *