সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার তাইওয়ানের সামরিক চিফ অব স্টাফ নিখোঁজ

আন্তর্জাতিক লীড

আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানের পার্বত্য এলাকায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর দেশটির সামরিক চিফ অব স্টাফ ও অপর দু’জন নিখোঁজ হয়েছেন। তাদের অনুসন্ধানে কাজ করছেন দেশটির উদ্ধারকর্মীরা তাদের।

তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।

এক বিবৃতিতে বলা হয়, সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ শেন ই-মিংসহ ১৩ জনকে বহনকারী ইউএইচ-৬০এম হেলিকপ্টারটি তাইপেই নগরীর কাছে পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়।

নতুন চন্দ্র বছর শুরুর আগে তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলীয় ইলান অঞ্চলের সৈন্যদের নিয়মিত পরিদর্শনের জন্য উড্ডয়নের পর এটি বিধ্বস্ত হয়। তবে এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি।

সামরিক বাহিনী জানায়, দুর্ঘটনার পর ১০ জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন ৬২ বছর বয়সী সামরিক চিফ অব স্টাফ শেনসহ ও অন্য দু’জন। তাদের উদ্ধারে তৎপরতা চলছে। সূত্র: ঢাকা ট্রিবিউন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *