একটানা ৪০ দিন যুদ্ধ করার মতো অস্ত্র মজুত করছে ভারত

আন্তর্জাতিক লীড

আন্তর্জাতিক ডেস্ক: একটানা ৪০ দিন যুদ্ধ করার মতো অস্ত্রসামগ্রি মজুত করতে শুরু করেছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার।

পত্রিকাটি জানায়, সম্পূর্ণ যুদ্ধে জড়িয়ে পড়লে প্রাথমিকভাবে ১০ দিন চালিয়ে নিতে চায় ভারত। আর সেজন্য যুদ্ধ করার মতো রসদ দিয়ে অস্ত্রভাণ্ডারকে সাজিয়ে তুলতে শুরু করেছে দেশটির সামরিক বাহিনী। তারা ২০২২-২৩ সালের মধ্যে সেই লক্ষ্যে পৌঁছাতে চাইছে।

তবে এখনই কোনও যুদ্ধ লাগলে তা সামাল দেওয়ার মতো অবস্থায় নেই ভারত, এটা ভাবলে ভুল হবে। চীন এবং পাকিস্তানের কথা মাথায় রেখেই অস্ত্রভাণ্ডারকে আরও মজবুত করতে শুরু করেছে ভারত। ওই সূত্র আরও জানাচ্ছে, যে সব অস্ত্রের বিশাল ঘাটতি ছিল তা ইতিমধ্যেই পূরণ করা হয়েছে। টানা ৪০ দিন যুদ্ধ করার মতো গোলা-বারুদ মজুত করার লক্ষ্যে ধীরে ধীরে এগুচ্ছে ভারত।

২০১৭-য় সেনার অস্ত্রভাণ্ডার সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)। সেই রিপোর্টে বলা হয়, সেনার অস্ত্রভাণ্ডারে যে ১৫২ ধরনের গোলা-বারুদ মজুত রয়েছে তার মধ্যে ৬১ ধরনের অস্ত্রের পরিমাণ বেশ কম। তা দিয়ে টানা ১০ দশ দিন যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়। ক্যাগ-এর এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পরই শোরগোল পড়ে গিয়েছিল। তাই এ বার আর বিলম্ব না করে অস্ত্রঘাটতি পূরণের কাজ শুরু কর দিয়েছে মোদি সরকার।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার আরো জানায়, দেশের বেসরকারি প্রতিরক্ষা সংস্থাগুলোকে আট ধরনের ট্যাঙ্ক-সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র বানানোর নির্দেশ দেয়া হয়েছে। বিদেশি সংস্থার সঙ্গে যৌথভাবে এই অস্ত্র তৈরি করবে তারা। অস্ত্রের গুণগত মান এবং কর্মক্ষমতা বাড়াতে দেশের ৪১টি সামরাস্ত্র তৈরির কারখানার সঙ্গেও কাজ শুরু করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। সূত্র: বাংলাদেশ জার্নাল।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *