আরব আমিরাতে তেলবাহী ট্যাংকারে আগুন

আন্তর্জাতিক লীড

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের একটি তেলবাহী ট্যাকারে আগুন লেগেছে। ইতোমধ্যে ট্যাংকারে থাকা নাবিকদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, আরব আমিরাত কর্তৃপক্ষের কাছে ফোনকল আসার পর তারা ওই তেলবাহী ট্যাঙ্কার থেকে ক্রু সদস্যদের উদ্ধার করেছেন। তবে কীভাবে ওই অগ্নিকাণ্ড ঘটেছে তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, বুধবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ট্যাংকারটিতে আগুন লাগে।

আমিরাতের ফেডারেল ট্রান্সপোর্ট অথরিটি-ল্যান্ড অ্যান্ড মেরিটাইম (এফটিএ) জানিয়েছে, শারজাহ উপকূল থেকে ২১ মাইল দূরে অবস্থিত তেল ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে কাজ করে যাচ্ছে আমিরাত কর্তৃপক্ষ। দুর্ঘটনার সময় ওই ট্যাঙ্কে তেল ছিল না বলে জানানো হয়েছে। তেল ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের সময় সেখানে কতজন ক্রু সদস্য ছিল সে বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

ফেডারেল ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সংশ্লিষ্ট সব দফতরই পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছিলো। তাদের কাছে ফোনকল আসার পরই তারা ক্রুদের উদ্ধার করে। তবে সেসময় কতজন ক্রু ছিলো তা জানা যায়নি। সূত্র: বাংলা ট্রিবিউন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *