করোনায় ৩৫ দিনে ইতালিতে মৃত্যু ৭৫০৩ জনের

আন্তর্জাতিক লীড

স্বদেশ বাণী ডেস্ক:

বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) ইতালিতে গত ৩৫ দিনে ৭ হাজার ৫০৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২১ ফেব্রুয়ারি দেশটি থেকে করোনা আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যুর খবর জানানো হয়। ৭৮ বছরের সেই মৃত ব্যক্তি ইতালির উত্তরাঞ্চলীয় পাডুয়া শহরের বাসিন্দা ছিলেন।

তবে, আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য মতে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টা পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৭ হাজার ৫০৩ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু মিছিল ভারী হচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যে।

খবরে বলা হয়, করোনার উৎপত্তিস্থল চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৩৮৬ জন। চিকিৎসাধীন আছেন ৫৭ হাজার ৫২১ জন। চিকিৎসাধীন ৫৭ হাজার ৫২১ জনের মধ্যে প্রাথমিক পর‌্যায়ে রয়েছেন ৫৪ হাজার ৩২ জন। বাকি ৩ হাজার ৪৮৯ জনের অবস্থা গুরুতর। অন্যদিকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৩৬২ জন।

এদিকে, কোভিড-১৯ বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ২১ হাজার ২৯৩ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে শুধু চীনেই মারা গেছেন তিন হাজার ২৮৭ জন। এছাড়া বিশ্বের ১৯৮টি দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ৩১১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৪ হাজার ৬৪২ জন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। প্রায় প্রতিদিনই ভাইরাসের কেন্দ্রস্থল উহানে যেমন নতুন রোগী বাড়ছে, তেমনি নতুন দেশ থেকে করোনা আক্রান্ত রোগীর তথ্য জানানো হচ্ছে। সবশেষ তথ্যানুযায়ী ভাইরাসটি এরইমধ্যে বাংলাদেশসহ বিশ্বের ১৯৮টি দেশে ছড়িয়েছে। এসব দেশ থেকে নতুন রোগীর তথ্য জানানো হচ্ছে। পাশাপাশি যোগ হচ্ছে নতুন দেশের নাম।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *