সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত ৩৩ লাখ ৬৫ হাজার, মৃত ২ লাখ ৩৭ হাজার

আন্তর্জাতিক লীড

স্বদেশ বাণী ডেস্ক: বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ৭২০ জনে। এ ছাড়া আক্রান্ত হয়েছে মোট ৩৩ লাখ ৬৫ হাজার ২২০ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬১ হাজার ২৯৯ জন, মৃত্যু হয়েছে ৩ ৮৯৬ জনের।

শুক্রবার (১ মে) দিনগত রাত ১২টায় বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ১০ লাখ ৬৯ হাজার ৮০১ জন। চিকিৎসাধীন রয়েছে ২০ লাখ ৫৭ হাজার ৬৯৯ জন । এদেরে মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৪৯ হাজার ৯৮৮ জন ।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জন হলো।

এ ছাড়া নতুন করে আরো ৫৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আট হাজার ২৩১ জন আক্রান্ত হলো। ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ পর্যন্ত ১৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন। গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম রোগী শনাক্ত করা হয়। সূত্র: পূর্বপশ্চিমবিডি।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *