রাকা প্রদেশে সিরিয়ায় আইএস ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষে ২৮ জন নিহত

আন্তর্জাতিক লীড

আন্তর্জাতিক ডেস্কসিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশে সরকারপন্থী বিভিন্ন বাহিনী এবং আইএস যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের পাশাপাশি বিমান হামলায় কমপক্ষে ২৮ যোদ্ধা নিহত হয়েছে।

মঙ্গলবার যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থার বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, আইএস সোমবার থেকে রাকার বদিয়ায় (মরুভূমি) সিরিয়ার সৈন্য এবং মিত্রদের অবস্থান ও তল্লাশিচৌকি লক্ষ্য করে হামলা চালায়। এসব হামলায় সরকারি বাহিনীর ১৩ সদস্য নিহত হয়েছে।

ব্রিটেন ভিত্তিক এ পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আবদেল রাহমানবলেন, সেখানে সরকারি বাহিনীর পাল্টা বিমান ও স্থল হামলায় ১৫ জিহাদি নিহত হয়েছে।

২০১৯ সালের মার্চে পরাজিত হওয়ার পর থেকে আইএস যোদ্ধা ও কুর্দি বাহিনী লক্ষ্য করে প্রায়ই ভয়াবহ হামলা চালায়।

গত আগস্টে জিহাদিরা দিয়ার ইজোর নগরীর কাছে এক হামলা চালানোর দাবি করে। সেখানে ওই হামলায় এক জেনারেল এবং দামেস্ক সরকারের মিত্র রুশ সেনাবাহিনীর অপর দুই সৈন্য নিহত হয়। সূত্র: যুগান্তর।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *