জম্মু ও কাশ্মীরে হামলায় বিজেপির ৩ কর্মী নিহত

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু ও কাশ্মীরের কুলগামে বিদ্রোহীদের হামলায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ৩ কর্মী নিহত হয়েছে। নিহতদের একজন বিজেপির স্থানীয় যুব সংগঠনের নেতা। খবর টাইমস অব ইন্ডিয়া ও আলজাজিরার।

খবরে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিটের দিকে ওয়াইকে পোরার কাজিগুন্দ গ্রামে সন্ত্রাসীরা এ তিনজনের ওপর গুলি চালায়।

তাৎক্ষণিকভাবে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে ফিদা হুসেন ইয়াতু বিজেপির জেলা যুব সংগঠনের সাধারণ সম্পাদক। আর উমর রশিদ বেগ ও উমর রমজান হাজাম বিজেপি কর্মী।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ।

টু্ইটারে সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, ‘দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলা থেকে ভয়াবহ খবর এসেছে। আমি দ্ব্যর্থহীনভাবে সন্ত্রাসী হামলায় ৩ বিজেপি কর্মীর পরিকল্পিত হত্যার নিন্দা জানাচ্ছি।’

৩ বিজেপি কর্মী নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কাজিগুন্দ ও আশপাশের এলাকায় সন্ত্রাসীদের ধরতে ব্যাপক তল্লাশি চলছে।

ব্যাপক আইন-শৃংখলাবাহিনী মোতায়েন থাকার পরও কাশ্মীরে গত কয়েক মাস ধরেই বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনা বেড়ে গেছে। জুলাইয়ে বান্দিপোরায় বিদ্রোহীদের হামলায় বিজেপি নেতা শেখ ওয়াসিম, তার বাবা ও ভাই নিহত হয়েছিলেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *