যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে অ্যারিজোনায় বাইডেন-ট্রাম্প ভোটের ব্যবধান কমছে

আন্তর্জাতিক লীড

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে যে কয়েকটি রাজ্যে ভোট গণনা চলছে তার মধ্যে অ্যারিজোনা একটি। এ রাজ্যটিতে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে থাকলেও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভোটের ব্যবধান কমিয়েছেন।

সিএনএন জানিয়েছে, অ্যারিজোনায় ৬৯ হাজার ভোটে এগিয়ে আছেন বাইডেন। রাজ্যটির বড় কাউন্টি মেরিকোপায় দ্বিতীয় দফায় বুধবার রাতে ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ১০ হাজার ভোটে এগিয়ে আছেন বাইডেন। কাউন্টির পক্ষ থেকে টুইটে জানানো হয়, দুই লাখ ৭৫ হাজার ভোট গণনা এখনো বাকি আছে। এছাড়া রাজ্যটির ওয়েবসাইট অনুসারে রাত স্থানীয় সময় রাত পর্যন্ত পিমা কাউন্টিতে ৪৬ হাজার ভোট গণনা বাকি ছিল।

এদিকে বিবিসি জানিয়েছে, বুধবার রাত এবং বৃস্পতিবার সকালে রাজ্যটির সবচেয়ে ঘনবসতিপূর্ণ কাউন্টি মেরিকোপা আরো এক লাখ ৪০ হাজার ব্যালটের ফল প্রকাশ করেছে।

এতে দেখা যাচ্ছে যে, ৭৪ হাজার ৫১৪ ভোট পেয়ে মেরিকোপা কাউন্টিতে ডোনাল্ড ট্রাম্পের তুলনায় এগিয়ে রয়েছেন বাইডেন। তবে আগের ব্যবধানের তুলনায় ১১ হাজার ভোট কম পেয়েছেন তিনি।

সব মিলিয়ে পুরো রাজ্যে ৬৮ হাজার ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন। মেরিকোপা কাউন্টিতে নতুন করে দুই দফা প্রকাশিত ফলে, ট্রাম্প ৫৭% ভোট পেয়েছেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জিততে হলে ট্রাম্পকে অ্যারিজোনার অন্যান্য স্থানগুলোতে যত ভোট এখনো গণনা বাকি আছে তার সবই পেতে হবে। এমনকি যেসব এলাকায় ডেমোক্র্যাটরা ভোট পেয়ে থাকে সেসব এলাকার ভোটও পেতে হবে তাকে।

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) এর কয়েকটি আউটলেট ধারণা করছে যে, রাজ্যটিতে ডেমোক্র্যাটরা জয় পাবে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *