ওয়াশিংটন ডিসিতে বাইডেনের বিজয় পার্টি

আন্তর্জাতিক

স্বদেশ বাণী ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট হয়েছেন কমলা হ্যারিস। আগামী জানুয়ারির ২০ তারিখ বিজয়ীরা শপথ নেবেন। এদিকে ডেমোক্র্যাট প্রার্থীদের বিজয়ে পর্টি করেছে প্রবাসী ওয়াশিংটন ডিসির বাংলাদেশী ডেমোক্র্যাটিক পার্টির সদস্যরা। রোববার রাতে ওয়াশিংটন ডিসিতে জো বাইডেনের বিজয়ে খুশিতে তারা এই পার্টির আয়োজন করে।

জো বাইডেন বিজয়ে পার্টিতে যারা অংশ নিয়েছিলেন। তারা হলেন-বিশিষ্ট ব্যবসায়ী আসলাম মোল্লা, মোহাম্মদ মোস্তফা,নেসার আহমেদ, করিম সালাউদ্দিন, আবু রুমি,মোঃআলি,মোঃরহমান, রোকশানা পারভিন,ড.ইয়াসমিন, শামসুন চৌধুরী,মোহ সিনা জান্নাত রিমি,খাদিজা বেগম, তাওহিদা সালাউদ্দিন, জে বাইডেনকে অভিনন্দন জানিয়ে তারা বলেন, ট্রাম্প সরকার বর্ণবাদী আচারণ, ইমিগ্রান্টদের হয়রানিসহ নানাভাবে সমস্যার সৃষ্টি করতো। তবে আমরা প্রত্যাশা করবো,জো বাইডেন মানুষদের দাবি পূরণে পাশে থাকবে।ইমিগ্রান্টদের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। দূর করবে সাদা-কালোর বৈষম্য সহ অন্যান্য যৌক্তিক দাবি।একইসাথে সারা বিশ্বের মুসলমানদের অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তার সরকার।

অন্যদিকে প্রবাসীরা প্রত্যাশা করে- ভারতীয় বংশোদ্ভূত কামালা হ্যারিস, যেভাবে মূল ধারায় রাজনীতি করে ভাইস প্রেসিডেন্ট হয়েছে। একইভাবে বাংলাদেশী প্রবাসীদের পরবর্তী প্রজন্ম রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার আহ্বান জানান। আশাবাদ ব্যক্ত করে তারা বলেন, মূলধারায় রাজনীতিতে অংশ নিয়ে বাংলাদেশী বংশোদ্ভূতরা কমলা হ্যারিসের মতো এগিয়ে যাবে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *