বিশ্বে আরও ১২ হাজার মৃত্যু, নতুন শনাক্ত ৭ লাখ

আন্তর্জাতিক

স্বদেশ বাণী ডেস্ক: বিশ্বব্যাপী জেঁকে বসা করোনারাঘাতে আরও ১২ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে ১৫ লাখ ২৪ হাজার ছুঁতে চলেছে। নতুন করে ভাইরাসটির শিকার হয়েছেন প্রায় সাত লাখ মানুষ। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ কোটি ৬২ লাখ অতিক্রম করেছে। এছাড়া, আগের চেয়ে সুস্থতা বাড়লেও মোট আক্রান্তের তুলনায় তা পিছিয়ে।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৫৩৭ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৬২ লাখ ১১ হাজার ৪৭৯ জনে। নতুন করে ১২ হাজার ১২৬ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ লাখ ২৩ হাজার ৬০৫ জনে ঠেকেছে।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৪ কোটি ৫৭ লাখ ৯৮ হাজার ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৪ লাখ ২১ হাজার ৩৭৭ জন রোগী।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৮টি দেশ  অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৫৩৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৫৫০ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত ৯৬ লাখ ৮ হাজারের বেশি।  মৃত্যু হয়েছে এক লাখ ৩৯ হাজার ৭৩৬ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৬৫ লাখ ৩৫ হাজারের কাছাকাছি। মৃত্যু হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৯৮১ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২৪ লাখ ৩ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪২ হাজার ১৭৬ জন।

পাঁচে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২২ লাখ ৬৮ হাজারের বেশি মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৫৪ হাজার ৭৬৭ জনের।

ছয়ে  থাকা স্পেনে ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬ লাখ ৯৯ হাজার অতিক্রম করেছে।  প্রাণহানি ঘটেছে ৪৬ হাজার ২৫২ জনের।

দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি বাড়ছে যুক্তরাজ্যে। এমতাবস্থায় নতুন করে চার সপ্তাহের লকডাউন চলছে সেখানে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ১৬ লাখ ৯০ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৬০ হাজার ৬১৭ জনের।

একইপথে ইউরোপের আরেক দেশ ইতালি। দ্বিতীয় দফায় ক্রমেই করোনা ভয়াবহ রূপ নেয়ায় গত ৬ নভেম্বর থেকে সেখানে লকডাউন জারি হয়েছে, যা নতুন করে আগামী জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ১৬ লাখ ৮৯ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৫৮ হাজার ৮৫২ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।

মেক্সিকোয় করোনার ভুক্তভোগী ১১ লাখ ৪৫ হাজারের কাছাকাছি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৮ হাজার ১৭৩ জনের। মৃত্যু হারে যা যেকোন দেশের তুলনায় সর্বোচ্চ।

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ শনিবার দুপুর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৩ হাজার ৯৯১ জন মানুষ। এর মধ্যে ৩ লাখ ৯০ হাজার ৯৫১ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৬ হাজার ৭৭২ জনের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *