২০৩০ সাল নাগাদ ৫৫ শতাংশ গ্রীনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসে সম্মত ইইউ

আন্তর্জাতিক

স্বদেশ বাণী ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের নেতারা দীর্ঘ আলোচনার পর ২০৩০ সাল নাগাদ ৫৫ শতাংশ গ্রীনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসে অনেক উচ্চাকাক্সক্ষী লক্ষ্য নির্ধারণের ব্যাপারে শুক্রবার সম্মত হয়েছেন। খবর এএফপি’র।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং সম্মেলনের আয়োজক চার্লস মাইকেল টুইটার বার্তায় বলেন, ‘ইউরোপ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে নেতার দায়িত্ব পালন করছে।’

ইউরোপীয় কমিশন প্রধান উর্সুলা ভন ডার লিয়েন বলেন, ‘ইউরোপ ২০৩০ সাল নাগাদ কমপক্ষে ৫৫ শতাংশ পরিবেশের জন্য ক্ষতিকর গ্রীনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস করবে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *