বিশ্বে করোনায় মৃত্যু ১৭ লাখের ঘরে

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক: বিশ্বজুড়ে করোনার অব্যাহত তাণ্ডবে দীর্ঘ হয়েই চলেছে মৃত্যুর মিছিল। যা আজ ১৭ লাখের ঘরে প্রবেশ করেছে। এর মধ্যে গত একদিনেই প্রাণহানি ঘটেছে প্রায় ১১ হাজার ভুক্তভোগীর। নতুন করে আক্রান্ত হয়েছেন ছয় লাখের বেশি মানুষ। ফলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৭ কোটি ৬৬ লাখ অতিক্রম করেছে।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ১২ হাজার ৪১৬ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৬৬ লাখ ৫ হাজার ১৮৫ জনে। নতুন করে ১০ হাজার ৭৬৬ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ লাখ ৯১ হাজার ১২৩ জনে ঠেকেছে।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৫ কোটি ৩৭ লাখ ৩৭ হাজার ভুক্তভোগী প্রায়। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৪ লাখ ৬৬ হাজার ৫৩৩ জন রোগী।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৮টি দেশ ও  অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতি করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনা সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮০ লাখ ৭৭ হাজার ৭৬৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ২৩ হাজার ৪০১ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা রোগীর ১ কোটি ৩১ হাজার ৬৫৯ জন মানুষ। মৃত্যু হয়েছে এক লাখ ৪৫ হাজার ৫১৩ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৭২ লাখ ১৩ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৩৫৬ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২৮ লাখ ১৯ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৫০ হাজার ৩৪৭ জন।

পাঁচে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২৪ লাখ ৬০ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৬০ হাজার ৪১৮ জনের।

তুরস্কে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ২০ লাখ ৪ হাজার ২৮৫ জনের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৭ হাজার ৮৫১ জনের।

দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি বাড়ছে যুক্তরাজ্যে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ২০ লাখ ৪ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৬৭ হাজার ৭৫ জনের।

ইতালিতে এখন পর্যন্ত ১৯ লাখ ৩৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৬৮ হাজার ৪৪৭ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।

স্পেনে ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮ লাখ ১৭ হাজারের বেশি। প্রাণহানি ঘটেছে ৪৮ হাজার ৯২৬ জনের।

মেক্সিকোয় করোনার ভুক্তভোগী ১৩ লাখ ১ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ১৭ হাজার ২৪৯ জনের। মৃত্যু হারে যা যেকোন দেশের তুলনায় সর্বোচ্চ।

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ রোববার দুপুর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৯ হাজার ৫৬০ জন মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭ হাজার ২৪২ জনের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *