বিশ্বে করোনায় মৃত্যু ১৭ লাখ ৭১ হাজার ছাড়াল

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক: প্রাণঘাতি করোনায় গত একদিনেও বিশ্বের ৪ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। নতুন করে প্রাণ হারিয়েছেন ৭ হাজারের বেশি ভুক্তভোগী। এতে করে মৃতের সংখ্যা ১৭ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে। এদিনও উভয়ক্ষেত্রে শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ১০ হাজার ১০২ জন মানুষের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮ কোটি ১১ লাখ ৩৩ হাজার ৮১৯ জনে দাঁড়িয়েছে। নতুন করে ৭ হাজার ৪১ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৭ লাখ ৭১ হাজার ৪৬৭ জনে ঠেকেছে।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৫ কোটি ৭২ লাখ ৮৩ হাজার ভুক্তভোগী প্রায়। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৩ লাখ ৮১ হাজার ৯০৪ জন রোগী।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯৫ লাখ ৭৪ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৪১ হাজার ১৩৮ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা রোগীর সংখ্যা এক কোটি ২ লাখ ৯ হাজারের কাছাকাছি। মৃত্যু হয়েছে এক লাখ ৪৭ হাজার ৯৪০ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৭৪ লাখ ৮৪ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ৯১ হাজার ১৪৬ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৩০ লাখ ৫০ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৫৪ হাজার ৭৭৮ জন।

পাঁচে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২৫ লাখ ৬০ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৬২ হাজার ৭৪৬ জনের।

দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি বাড়ছে যুক্তরাজ্যে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ২২ লাখ ৮৮ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৭০ হাজার ৭৫২ জনের।

তুরস্কে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ২১ লাখ ৪৭ হাজার মানুষের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৯ হাজার ৮৭৮ জনের।

ইতালিতে এখন পর্যন্ত ২০ লাখ ৪৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৭১ হাজার ৯২৫ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।

এছাড়া স্পেন, মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু, চিলি, জার্মানি, ইউক্রেইন, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে হু হু করে বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। একই সাথে ঝরছে বহু মানুষের প্রাণ।

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ সোমবার দুপুর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯ হাজার ১৪৮ জন মানুষ। এর মধ্যে ৪ লাখ ৫১ হাজার ৯৬১ জন রোগী সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৭ হাজার ৪৫২ জনের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *