আরও ভয়াবহ রূপে করোনা, মৃত্যু ১৮ লাখের ঘরে

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক: একদিন পরই করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ার এক বছর পূর্ণ হচ্ছে। এরই মধ্যে ভয়াবহ তাণ্ডব চালানো প্রাণঘাতি ভাইরাসটি কেড়ে নিয়েছে বিশ্বের প্রায় ১৮ লাখ মানুষের প্রাণ। গত একদিনেই যার সংখ্যা ১৩ হাজারের বেশি। একই সাথে এখন পর্যন্ত হানা দিয়েছে সোয়া ৮ কোটি মানুষের দেহে। এছাড়া শুরুর দিকের চেয়ে বেঁচে ফেরার সংখ্যা বাড়লেও সংক্রমণের তুলনায় তা অনেকটা পিছিয়ে।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ১১ হাজার ৭১৭ জন মানুষের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮ কোটি ২৩ লাখ ৬ হাজার ৮৬৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে ১৩ হাজার ৪৫০ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৭ লাখ ৯৫ হাজার ২৩০ জনে ঠেকেছে।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৫ কোটি ৮৩ লাখ ২০ হাজার ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৫ লাখ ২৬ হাজার রোগী।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯৯ লাখ ৭৮ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৫৭৯ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা রোগীর সংখ্যা এক কোটি ২ লাখ ৪৫ হাজারের বেশি। মৃত্যু হয়েছে এক লাখ ৪৮ হাজার ৪৭৫ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৭৫ লাখ ৬৪ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ৯২ হাজার ৭১৬ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৩১ লাখ ৫ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৫৫ হাজার ৮২৭ জন।

পাঁচে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২৫ লাখ ৭৪ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৬৪ হাজার ৭৮ জনের।

দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি বাড়ছে যুক্তরাজ্যে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ২৩ লাখ ৮৩ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৭১ হাজার ৫৬৭ জনের।

তুরস্কে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ২১ লাখ ৭৮ হাজার মানুষের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২০ হাজার ৩৮৮ জনের।

ইতালিতে এখন পর্যন্ত ২০ লাখ ৬৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৭৩ হাজার ২৯ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।

এছাড়া স্পেন, মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু, চিলি, জার্মানি, ইউক্রেইন, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে হু হু করে বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। একই সাথে ঝরছে বহু মানুষের প্রাণ।

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ বুধবার দুপুর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১১ হাজার ২৬১ জন মানুষ। এর মধ্যে ৪ লাখ ৫৪ হাজার ৫৬৩ জন রোগী সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৭ হাজার ৫০৯ জনের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *