যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোতে সশস্ত্র ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানকে ঘিরে দেশটির প্রতিটি অঙ্গরাজ্যে সশস্ত্র বিক্ষোভ করেছে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা।

রোববার রাজ্যপরিষদগুলো ঘিরে সশস্ত্র প্রতিবাদের ডাক দিয়েছিলেন ট্রাম্পের কট্টর সমর্থকরা।  এ নিয়ে গোটা যুক্তরাষ্ট্র জুরে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

টেক্সাস, ওরেগন, মিশিগান, ওহাইওসহ বিভিন্ন অঙ্গরাজ্যের আইনপরিষদগুলোর সামনে বিক্ষোভ হয়।

কড়া নিরাপত্তার মধ্যেই স্থানীয় রোববার যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্য থেকে ওয়াশিংটন পর্যন্ত সমাবেশ করেছে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা। তারা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি নগরীতে সশস্ত্র মহড়া দিয়েছে।

এদিকে টুইটার, ফেসবুকসহ প্রায় সব সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ করার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যত নীরব।

এখন ট্রাম্পের আর তেমন কোনো সাড়াশব্দ পাচ্ছে না কেউ।  রোববার ট্রাকে করে তার মালপত্র হোয়াইট হাউস থেকে আরেক দফা সরিয়ে নিতে দেখা গেছে।

আগামী বুধবার বাইডেনের শপথ অনুষ্ঠানের আগে রোববার দেশজুড়ে সশস্ত্র বিক্ষোভ হতে পারে বলে এফবিআই সতর্ক করেছিল।

রাজধানী ওয়াশিংটন ডিসিতে ২৫ হাজার ন্যাশনাল গার্ডের সদস্য মোতায়েন করা হয়েছে।  অসংখ্য চেকপোস্ট স্থাপন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *