সু চির সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিকে

আন্তর্জাতিক

স্বদেশ বাণী ডেস্ক: মিয়ানমারের কারাবন্দি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিকে দেখা করার সুযোগ দেওয়া হয়নি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এসব কথা বলেন।

সোমবার যুক্তরাষ্ট্র জানায়, জনগণের ভোটে নির্বাচিত সরকারের সমর্থনে শান্তিপূর্ণ বিক্ষোভসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির জনগণের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি।-খবর এএফপির

জনসমাগমে বিধিনিষেধ আরোপের ঘটনায় উদ্বেগ প্রকাশের কথাও জানিয়েছেন নেড প্রাইস।

এদিকে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটির সঙ্গে উচ্চপর্যায়ের সামরিক ও রাজনৈতিক যোগাযোগ ছিন্নের কথা জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।

বার্তা সংস্থা এএফপি বলছে, মঙ্গলবারে তার এই ঘোষণা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিকে আন্তর্জাতিকভাবে একঘরে করতে নেওয়া প্রথম কোনো উদ্যোগ।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের সঙ্গে উচ্চপর্যায়ের সব রাজনৈতিক ও সামরিক যোগাযোগ স্থগিত করা হয়েছে।

এদিকে ফেসবুকের সরাসরি সম্প্রচার থেকে জানা গেছে, মঙ্গলবার মিয়ানমারের রাজধানী নেপিদোতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ দমনে জলকামান ব্যবহার করা হয়েছে।

কিন্তু সামরিক অভ্যুত্থানের অবসানে প্রতিবাদ অব্যাহত রয়েছে। এর মধ্যে প্রথম টেলিভিশন ভাষণে নতুন করে অভ্যুত্থানের সাফাই গেয়ে ফের নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেছেন জেনারেল মিন অং হ্লাইং।

সোমবার তিনি বলেন, ক্ষমতাসীন জান্তা আবার নতুন করে নির্বাচন দেবে এবং বিজয়ীর হাতে ক্ষমতা তুলে দেবে।

গত নভেম্বরের নির্বাচন সুষ্ঠু ছিল না অভিযোগ করে দেশটির ক্ষমতাসীন দলের নেতা স্টেট কাউন্সিলর অং সান সু চিসহ অধিকাংশ আইনপ্রণেতাকে আটক করে সেনাবাহিনী।

এর প্রতিবাদে সেনাবাহিনীর নিন্দা-প্রতিবাদে মুখর হয়ে দেশজুড়ে শহরে-নগরে মানুষ বিক্ষোভে নেমেছেন। রাস্তায় রাস্তায় সোমবার তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছে জনতা।

বন্দি সু চির মুক্তিরও দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা। পুলিশ তাদের আন্দোলন স্তব্ধ করে দিতে খড়গহস্ত হয়েছে। আন্দোলন ছেড়ে চলে যাওয়া নয়তো কঠোর শাস্তির মুখে পড়ার হুমকি দিচ্ছে পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *