‘দীর্ঘকাল ধরে করোনা মোকাবিলার প্রস্তুতি রাখতে হবে’

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের রোগ নিয়ন্ত্রণ সংস্থার প্রধান অ্যান্ড্রিয়ে অ্যামেন বলেছেন, করোনাভাইরাসকে দীর্ঘকাল ধরে মোকাবেলার প্রস্তুতি বিশ্ববাসীর রাখতে হবে।

সংক্রমণের গতি কমে যাওয়ার পাশাপাশি টিকাদান মহামারী থেকে মুক্তির যে উচ্ছ্বাস তৈরি করেছে, তাতে খানিকটা রাশ টানলেন তিনি।

ব্রিটেনের বিখ্যাত ট্যাবলয়েড ডেইলি মেইলের খবরে এমন তথ্য মিলেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্প্রতি গত চার সপ্তাহ ধরে সংক্রমণের হারে এবং দুই সপ্তাহ ধরে মৃত্যুর হারে নিম্নগতির তথ্য তুলে ধরে বলেছিল, এই প্রবণতা উৎসাহব্যঞ্জক।

এর মধ্যে বিশ্বের নানা দেশে টিকাদানও শুরু হওয়ায় নতুন এই ভাইরাস প্রতিরোধের লড়াইয়ে জয়ের আশা জেগেছে বিশ্ববাসীর মনে।

সেই সময়ে সবাইকে সতর্ক করে ইউরোপীয় সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান বললেন, মনে হচ্ছে, এটা (করোনাভাইরাস) থেকেই যাবে। এটা মানবদেহে বেশ ভালো করেই বাসা বেঁধে নিতে পেরেছে।

তিনি বলেন, এটাই প্রথম ভাইরাস নয়, যেটা আমাদের সঙ্গে থেকে যাচ্ছে। ভাইরাসের ক্ষেত্রে এটা ব্যতিক্রমও নয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *