করোনায় একদিনে আরও সাড়ে ৯ হাজার মৃত্যু

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক: টিকা প্রয়োগের মাঝেই করোনার অব্যাহত তাণ্ডব দেখছে গোটা বিশ্ব। গত একদিনেও সাড়ে ৯ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। নতুন করে আক্রান্ত হয়েছেন সোয়া চার লাখের অধিক মানুষ। সে তুলনায় পিছিয়ে রয়েছে সুস্থতার সংখ্যা।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৩২ হাজার ৬৩২ জন মানুষের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ কোটি ৩৯ লাখ ৭৬ হাজার ৯৭ জনে দাঁড়িয়েছে। নতুন করে ৯ হাজার ৭৭৮ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ লাখ ২৮ হাজার ৫১৮ জনে ঠেকেছে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৮ কোটি ৯৫ লাখ ৩২ হাজারের বেশি ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন সাড়ে ৩ লাখ ৯৫ হাজার রোগী।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯১ লাখ ৩৭ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ২৩ হাজার ৮২ জন মার্কিনির।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা রোগীর সংখ্যা এক কোটি ১০ লাখ ৭৯ হাজার। মৃত্যু হয়েছে এক লাখ ৫৬ হাজার ৯৭০ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ১ কোটি ৪ লাখ ৫৮ হাজার। মৃত্যু হয়েছে ২ লাখ ৫২ হাজার ৯৮৮ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত ৪২ লাখ ২৩ হাজারের বেশি মানুষের শরীরে হানা দিয়েছে করোনা। মৃতের সংখ্যা বেড়ে ৮৫ হাজার ৩০৪ জনে ঠেকেছে।

দ্বিতীয় তরঙ্গে মহামারির গতি বাড়ছে যুক্তরাজ্যে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ৪১ লাখ ৬৩ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ১ লাখ ২২ হাজার ৪১৫ জনের।

ছয়ে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ৩৭ লাখ ১২ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৮৬ হাজার ১৪৭ জনের।

স্পেনে করোনার শিকার ৩১ লাখ ৮৮ হাজার মানুষ। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ৬৯ হাজার ১৪২ জনে ঠেকেছে।

ইতালিতে এখন পর্যন্ত ২৮ লাখ ৮৯ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৯৭ হাজার ২২৭ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।

তুরস্কে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ২৬ লাখ ৮৪ হাজার মানুষের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৪৩২ জনের।

এছাড়া মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু, চিলি, জার্মানি, ইউক্রেইন, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে হু হু করে বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। একই সাথে ঝরছে বহু মানুষের প্রাণ।

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৫ হাজার ৪২৪ জন মানুষ। এর মধ্যে ৪ লাখ ৯৫ হাজার ৪৯৮ জন রোগী সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৮ হাজার ৩৯৫ জনের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *