মারা গেছেন আইভরি কোস্টের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক:  আইভরি কোস্টের প্রধানমন্ত্রী হামিদ বাকায়োকো (৫৬) মারা গেছেন। জার্মানির একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে বিবিসি।

হামিদ বাকায়োকো জার্মানিতে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন। গত বছরের জুলাইয়ে তিনি আইভরি কোস্টের প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছিলেন।

হামিদ বাকায়োকোর মৃত্যুতে শোক প্রকাশ করে আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসান উয়াত্তারা বলেছেন, হামিদ ছিলেন একজন মহান রাষ্ট্রনেতা, তরুণদের কাছে অনন্য উদাহরণ, রাষ্ট্রের জনগণের প্রতি তার আনুগত্য ছিল অসাধারণ।

গত বছরের এপ্রিলে করোনা আক্রান্ত হয়েছিলেন আইভরি কোস্টের প্রধানমন্ত্রী হামিদ। পরে সুস্থও হয়ে উঠেন। পরে তিনি দ্বিতীয় দফায় করোনা সংক্রমিত হন এবং ম্যালারিয়ায়ও আক্রান্ত হন। গত ফেব্রুয়ারিতে হামিদ বাকায়োকোকে ফ্রান্সে নিয়ে আসা হয়েছিল মেডিকেল পরীক্ষার জন্য। অবস্থার অবনতি হলে তাকে জার্মানিতে নেওয়া হয় চিকিৎসার জন্য।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *