ট্রাম্প ও বাইডেনের মধ্যে কোনো পার্থক্য দেখছে না ইরান

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক: প্রেসিডেন্ট পরিবর্তনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সর্বগ্রাসী নীতির কোনো পরিবর্তন হয় না বলে মন্তব্য করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি।

বুধবার তেহরানে এক সামরিক অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর সংস্কৃতি ও প্রচার বিভাগের উপ প্রধান এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের দৃষ্টিতে ট্রাম্প ও বাইডেনের মধ্যে কোনো পার্থক্য নেই। মার্কিন সরকার একটি সাম্রাজ্যবাদী, আধিপত্যকামী, জালিম ও লুটেরা সরকার।

মার্কিন সেনাদের একদিন মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালাতে হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

মঙ্গলবার ইরানের রেভ্যুলেশনারি গার্ডের (আইআরজিসি) দুই কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্বগ্রহণের পর ইরানের ওপর এটি প্রথম নিষেধাজ্ঞা।

বিষয়টির প্রতি ইঙ্গিত করে ইরানের এই সেনা কর্মকর্তা বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী নীতি প্রকাশ্যে ঘোষণা দিয়ে বাস্তবায়ন করত আর বাইডেন একই নীতি বাস্তবায়ন করছে ধূর্ত কৌশলের সঙ্গে।  কাজেই আমাদেরকে তাদের প্রতিটি আচরণ সম্পর্কে সতর্ক থাকতে হবে।

মার্কিন পররাষ্ট্র মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, আইআরজিসি কর্মকর্তা আলী হেম্মাতিয়ান এবং মাসুদ সাফদারি জিজ্ঞাসাবাদের নামে ২০১৯ ও ২০২০ সালে ইরানের রাজনীতিক ও আন্দোলনকারীদের নির্যাতন করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *