বাশার আল-আসাদের স্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক:  ব্রিটিশ পুলিশ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রীর আসমা আল-আসাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রথমিক অভিযোগ তদন্তে মাঠে নেমেছে।

ব্রিটিশ বংশোদ্ভূত আসমার বিরুদ্ধে সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতার অভিযোগ আনা হয়েছে। খবর আরব নিউজের।

তদন্তে দোষী প্রমানিত হলে ব্রিটিশ নাগরিকত্ব হারাবেন আসমা আল-আসাদ। বর্তমানে তিনি সিরিয়া এবং যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক।

গার্নিকা-৩৭ নামে লন্ডনভিত্তিক একটি ব্যারিস্টারদের সংগঠন লন্ডন মেট্রোপলিটন পুলিশের যুদ্ধাপরাধ ইউনিটের কাছে প্রথম আসমা আল-আসাদের বিরুদ্ধে এ ব্যাপারে অভিযোগ দায়ের করে।

ব্যারিস্টারদের সংগঠনটি যুদ্ধাপরাধ বিশেষ করে মানবাধিকার নিয়ে কাজ করে আসছে।

সিরিয়ার এ র্ফাস্ট লেডির বিরুদ্ধে বন্দি নির্যাতন এবং বিদ্রোহীদের এলাকায় রাসায়নিক অস্ত্র ব্যবহারে মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *