ইসরাইলে মিলল ১০ হাজার বছরের পুরনো ঝুড়ি

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক:  ইসরাইলে মাটি খুঁড়ে পাওয়া গেছে ১০ হাজার বছরের পুরনো একটি বেতের তৈরি ঝুড়ি।

সামান্য মাটি খুঁড়তেই বেড়িয়ে আসে খালি এই ঝুড়িটি। এটি মূলত পানির কলসী বহনে ব্যবহার করা হতো বলে প্রত্নতাত্ত্বিকদের ধারনা। খবর জেরুজালেম পোস্টের।

প্রত্নতাত্ত্বিক এ নিদর্শনটির ইসরাইলের একটি মরুভূমির নিচে পাওয়া গেছে।

বেত দিয়ে বুনন করা কলসী বহনের এ ঝুড়িটি সাড়ে ১০ হাজার বছর আগের বলে গবেষকদের ধারণা।

ইসরাইলের বেসামরিক প্রত্মতাত্ত্বিক বিভাগের গবেষক ড. হাইম কোহেন বলেন, ঝুড়িটি ৯২ লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন কলসী বহন করতে সক্ষম।

বেতের বুনন দেখে গবেষকরা বলছেন, এটা কোনো বাঁ-হাতি কারিগর তৈরি করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *