ইয়েমেনের কৃষিখাতে ১১ হাজার ১০০ কোটি ডলারের ক্ষতি

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক: সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সামরিক তৎপরতার কারণে ইয়েমেনের অন্তত ১১ হাজার ১০০কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গত ছয় বছরে কৃষি খাতে এ ক্ষতি হয় বলে হুতি বাহিনীর নেতৃত্বাধীন ন্যাশনাল সালভেশন সরকারের কৃষি ও সেচ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

রোববার এক সংবাদ সম্মেলনে এমন দাবি করে ইরান সমর্থিত এ গোষ্ঠীটি। খবর ইরনার।

হুতি নেতৃত্বাধীন সরকারের কৃষি মন্ত্রী আব্দুল মালেক আল-তুহর বলেন, সৌদি আগ্রাসনে ইয়েমেনি কৃষিখাতের শতকরা ৫৬ ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, কৃষির সঙ্গে যুক্ত সরকারের ১৭২টি ভবন ধ্বংস করা হয়েছে। পাশাপাশি বেসরকারি খাতের ২০৪টি কৃষি বিষয়ক ভবন ও স্থাপনা ধ্বংস করা হয়েছে। এছাড়া সৌদি আগ্রাসনে ইয়েমেনের ৮৯পানি সরবরাহ কেন্দ্র এবং জলাধার ধ্বংস করা হয়েছে।

এতে আরও জানানো হয়, চলমান এ লড়াইয়ে ২ হাজার ৩১৪টি খাদ্য গুদাম, ৭৫টি মার্কেট, ৪৫টি ইউনিয়ন এবং ২৯টি কৃষি পণ্য রপ্তানি কেন্দ্র ও হিমাগার ধ্বংস করা হয়েছে।

যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের অর্থনৈতিক অবস্থা কঠিন আকার ধারণ করায় দেশটিতে মানবিক দুর্যোগ চলছে।

দি ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) করা দুর্যোগপূর্ণ দেশগুলোর তালিকার শীর্ষে রয়েছে কয়েক বছর ধরে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন।

সামগ্রিকভাবে ইয়েমেনের যুদ্ধের কারণে খাদ্যের দাম ১৫০ শতাংশ বেড়েছে। এতে ২ কোটি অধিবাসী খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *