ক্যালিফোর্নিয়ায় এলোপাতাড়ি গুলিতে নিহত ৪

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক: ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে এলোপাতাড়ি গুলিতে শিশুসহ চারজন নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

কর্তৃপক্ষের বরাতে নিউইয়র্ক টাইমস ও ইয়াহু নিউজ এমন খবর দিয়েছে।

অরেঞ্জ পুলিশের লেফটেন্যান্ট জেনিফার আমাত বলেন, পশ্চিম লিংকলন অ্যাভিনিউর এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন, যাদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছেন। পুলিশের গুলিতে তিনি আহত হয়েছেন।

মেট্রো সিটি অগ্নিনির্বাপষক সর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর চারজনের লাশ উদ্ধার করেছে তারা।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন স্থিতিশীল আছে এবং‘জনগণের প্রতি এখন কোনো হুমকি নেই।’

পুলিশের দেওয়া তথ্যমতে, যে ভবনে হামলা হয়েছে সেটি মূলত ছোট একটি বাণিজ্যিক ভবন হিসেবে পরিচিত। উপর থেকে নেওয়া ছবিতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকতে দেখা গেছে। এ ছাড়া তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য জানাননি তারা।

যুক্তরাষ্ট্রে গত দুই সপ্তাহের মধ্যে এটি তৃতীয় বন্দুক হামলার ঘটনা। এর আগে কলোরাডোর বৌল্ডারের একটি বিপণিবিতানে ১০ জন নিহত হন। আর আটলান্টার একটি স্পাতে নিহত হয়েছেন আটজন, যাদের মধ্যে ছয় জনই এশীয় নারী।

গভর্নর নিউসোম বলেন, এটি বিভৎস ও হৃদয়বিদারক ঘটনা। নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *