সু চির স্বাস্থ্য ভালো আছে: আইনজীবী

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক: মাস দুয়েক আটক থাকার পরও মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক নেতা অং সান সু চির স্বাস্থ্য ভালো আছে।

বুধবার সু চির সঙ্গে ভার্চুয়াল বৈঠক শেষে তার আইনজীবী মিন মিন সোয়ে এমন তথ্য দিয়েছেন।

যদিও দেশটির জান্তা সরকারের ওপর আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞা বাড়ছে, তবুও শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংস ধরপাকড় বন্ধ নেই।

গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত ৫২০ জন নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির সেনাবাহিনী শান্তিতে নোবেল জয়ী সু চিকে কোথায় রেখেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে এবং ভার্চুয়ালি তাকে আদালতে হাজির করা হচ্ছে।

এদিকে সু চি তার আইনজীবীদের সঙ্গে সরাসরি দেখা করতে চাইছেন। কিন্তু সেনাবাহিনী তাকে সে অনুমতি দিচ্ছে না।

ভিডিওকলে পুলিশের উপস্থিতিতে সু চি তার আইনজীবীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে রাজি নন বলে জানান আইনজীবী সোয়ে।

তিনি বলেন, আম্মে (যার অর্থ মা, সু চিকে এই নামেই ডাকা হয়)-কে দেখে সুস্থ আছেন বলেই মনে হয়েছে। তাকে দেখতে ভালো লাগছিল।

অভ্যুত্থানের পর সু চির বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, শুধু সেসব নিয়েই এদিন কথা হয়েছে বলে জানান তিনি।

৭৫ বছরের সু চির বিরুদ্ধে বিদেশ থেকে অবৈধভাবে ছয়টি ওয়াকিটকি আনা এবং বেআইনি যোগাযোগের জন্য সেগুলো নিজের কাছে রাখার অভিযোগে মামলা হয়েছে। পরে তার বিরুদ্ধে করোনাভাইরাস প্রতিরোধে জারি করা নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগেও মামলা হয়।

এ ছাড়া সর্বশেষ দুটি সংবাদ সম্মেলনে সেনাবাহিনী সু চির বিরুদ্ধে ঘুষগ্রহণের অভিযোগ করেছে।

আগামী বৃহস্পতিবার সু চির মামলার পরবর্তী শুনানির দিন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *