ট্রাম্পের বিরুদ্ধে করা মামলায় যে অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে তাণ্ডবের ঘটনায় উসকানির অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন দুই পুলিশ কর্মকর্তা।

ক্যাপিটলে সহিংসতার সময় তাদের শরীর ও আবেগের ওপর যে আঘাত হানা হয়েছে তার জন্য ট্রাম্প দায়ী বলে অভিযোগপত্রে ওই কর্মকর্তারা দাবি করেছেন

আদালতে উপস্থাপনকৃত নথিকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

মামলার বাদী এবং ক্যাপিটল পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ বিভাগের অন্য সদস্যরা সেদিন যে আঘাত পেয়েছেন তার জন্য ট্রাম্পকেই দায়ী করা হয়েছে অভিযোগপত্রে।

অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে ট্রাম্পের বিভিন্ন টুইটার পোস্ট ও যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে তার দেওয়া বিভিন্ন বক্তব্যের কপি উপস্থাপন করা হয়েছে।

৬ জানুয়ারির ঘটনার পর থেকে তারা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলে
মামলার অভিযোগপত্রে ওই দুই কর্মকর্তা দাবি করেছেন।

গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে সহিংসতার ঘটনায় ট্রাম্প তার সমর্থকদের উসকে দিয়েছেন-এমন অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। যদিও ট্রাম্প বরাবরই বলে আসছেন হামলার ঘটনায় তার কোনো দায় নেই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *