নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ না ভাবতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো চীন

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক: যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক ইস্যুতে সর্বশ্রেষ্ঠ দাবি করা এবং নিজেদের কথাকেই চূড়ান্ত মনে না করার বিষয়ে সতর্ক করেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ে চীনের পক্ষ থেকে এ সতর্কবার্তা দেন। তিনি আরো জানিয়েছেন, বেইজিংয়ের সঙ্গে আলোচনায় বসতে ওয়াশিংটনের একতরফা দাবিগুলো চীন কোনভাবেই মেনে নিবে না।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেছেন, ‘চীনের সঙ্গে আলোচনার দ্বার উন্মুক্ত। কিন্তু এই আলোচনা হতে হবে সমতার ভিত্তিতে এবং পারস্পরিক সম্মান বজায় রেখে। কোন দেশ যদি বিশ্বের মধ্যে নিজেদেরকে সর্বশেষ্ঠ মনে করে এবং তাদের দেয়া মতামতই চূড়ান্ত বলে ধরে নিলে চীন তা কোনভাবেই মেনে নিবে না।’

উল্লেখ্য, গত মাসে যুক্তরাষ্ট্রের আলাস্কায় দ্বিপাক্ষিক বৈঠকে ওয়াশিংটন ও বেইজিংয়ের শীর্ষ কর্মকর্তারা জনসম্মুখেই তিক্ত বিবাদে জড়িয়ে পড়ে। এ ঘটনায় চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বৈরিতাকে আরো একধাপ এগিয়ে নিয়েছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী মনে করেন চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করা সম্ভব। তবে এ জন্য উভয়পক্ষেরই অন্যের প্রধান উদ্বেগের বিষয়গুলোকে সম্মান জানাতে হবে এবং চীন কখনোই যুক্তরাষ্ট্রের একতরফা দাবি ও শর্ত মেনে নিবে না। তিনি আরো জানিয়েছেন, ‘চীনের অভ্যন্তরীণ বিষয়ে স্থ’ুল হস্তক্ষেপের শক্ত প্রতিরোধ করবো আমরা এবং মিথ্যা ও ভুয়া তথ্যের ওপর ভিত্তি করে বেআইনি একতরফা নিষেধাজ্ঞারও বিরোধিতা করবো আমরা। চীন কখনোই পিছপা হতে পারে না কারণ আমাদের পেছনে অনেক উন্নয়নশীল, ছোট ও মাঝারি দেশ রয়েছে। তবে জাতীয় সার্বভৌমত্ব ও পরিচয় রক্ষার জন্য চীনের অবশ্যই পাল্টা আক্রমনের অধিকার রয়েছে।’

আঞ্চলিক বিষয়াবলী এবং মহামারী মোকাবিলায় চীন ও যুক্তরাষ্ট্রকে আরো আলোচনা করা উচিত বলেও মনে করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে কূটনৈতিক পর্যবেক্ষকরা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া সম্পর্ক আবারো ঠিকঠাক করতে চাইছে বেইজিং। তবে সহযোগিতা এবং মার্কিন চাপ প্রতিরোধ এ দুইয়ের কারণে সংকটে পড়েছে চীন। সূত্র: সাউথচায়না মর্নিং পোস্ট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *